ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জহুরুল মন্ডল (৩৪) নামে এক জনকে শরীরে জড়ানো লোহার তৈরি চেইনসহ দাফন করা হয়েছে। নদীতে ভাসমান লাশটি শরীরে জড়ানো লোহার চেইনে তালা দেওয়া অবস্থায় উদ্ধার পুলিশ।
যশোহরের শার্শা থানা এলাকার পদ্মা নদী থেকে উদ্ধারের পরে তার কাছে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে মেলে তার জাতীয় পরিচয়। লাশটি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩৪) এর বলে পরিচয় মেলে।
শুক্রবার (২০ মে) বিকেলে সেই তালা বদ্ধ লোহার চেইনসহ জহুরুল মন্ডলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাশটিতে পচন ধরেছিল।
শনিবার (২১ মে) উপজেলা কেশবপুর গ্রামে গিয়ে কথা হয় জহুরুলের সহোদর ভাই আমিরুল ইসলাম ও সেন্টু আলীর সাথে।
তারা জানান, লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নদীপাড়ের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে যশোরের শার্শা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এরপর, তার কাছে থাকা ব্যাগের ভেতরে পরিচয় পত্র পায়। সেই পরিচয় পত্রে নাম ঠিকানা দেখে বাঘা থানায় খবর দেয় পুলিশ।
পরে বাঘা থানা পুলিশ সেই ঠিকানা মতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানার পর শুক্রবার তার মেঝ ভাই আমিরুল ইসলাম, ৫ নম্বর ভাই শাহারুল ইসলাম ও প্রতিবেশি ভাই সেন্টু আলী যশোরের শার্শা থানায় গিয়ে লাশ শনাক্ত করে বাড়িতে এনে দাফন করেন।
সংসার জীবনে তার স্ত্রীসহ ২ মেয়ে রয়েছে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জহুরুল ছিল ৬ নম্বর। জহুরুল শ্রমিক হিসেবে কাজ করত।
স্ত্রী রাশিদা জানান, লাশ উদ্ধারের ৫দিন আগে আজমির শরীফে যাওয়ার কথা বলে লোহার তৈরি চেইন শরীরে পরে বাড়ি থেকে বের হয়। সেই চেইনে ৫টি তালা লাগানো ছিল। লোহার সেই চেইনটির ওজন ছিল প্রায় বিশ কেজি মতো। এর আগে লোহার সেই চেইন ব্যবহার করেননি। বছর খানেক আগে যশোরে কাজে গিয়ে একজন পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন বলে তাকে জানিয়েছিলেন জহুরুল। তবে তার নাম বলতে পারেননি তিনি।
সেন্টু আলী জানান, দাফনের আগে সেই তালা খুলতে পারেননি। কি কারণে সে মারা যেতে পারে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি জহুরুলের সহোদররা। তবে কলার ভেলায় চড়ে নদী পার হওয়ার সময় স্রোতে ডুবে মারা যেতে পারে বলে ধারনা তাদের। বাঘা থানা পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে লাশ উদ্ধারের কথা জানায়। পরে যশোরের শার্শা থানায় গিয়ে জহুরুলের লাশ শনাক্ত করেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, শার্শা থানা কর্তৃক নাম ঠিকানা জানার পর বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়। স্থানীয় চেয়ারম্যান মেরাজ আলী মেরাজ বলেন, লাশ শনাক্ত করে বাড়িতে এনে আসর নামাজের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাশে পচন ধরে গন্ধ ছড়াচ্ছিল বলে জানান চেয়ারম্যান।