ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১৯ জনকে আটক করা হয়েছে।
রোববার (২২ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রায়হান (২৫) ও ইমন শাহরিয়ার (৩০) কে ২০ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ সোহেল টুডু (২৫) কে ১০লিটার চোলাইমদ ও ইলিয়াস মুর্মু (৩৮) কে ১১লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ প্রদীপ কুমার সরদার (২৫) ও কমেলা রানী (৪১) কে দেশীয় তৈরি চোলাইমদ ৩৪০লিটার এবং চোলাইমদ তৈরির উপাদান জাওয়া ৫৫লিটার, ফজলুর রহমান (৫৪) ও এমরান আলী (৩৬) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে।
এছাড়াও চারঘাট মডেল থানা পুলিশ অন্তর (২১) কে ৭কেজি ১০০গ্রাম গাঁজার গাছসহ আটক করে এবং ৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।