ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ৩৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৭ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ মজিবুর রহমান (৩৮), বাবু (২৪), মনিরুল ইসলাম ওরফে বেনজু (৩৫), আহাম্মদ মিয়া (২৫), শ্রী উত্তম সরকার (২৫) ও ফরহাদ হোসেন (৩১) কে ১০কেজি ৯৬০গ্রাম গাঁজা, ইমন আলী (২২) কে ২গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ সাইদুল ইসলাম (৪৮) ও মিজানুর রহমান (৪৬) কে ৮লিটার দেশীয় তৈরী চোলাইমদ, শাহাবুল ইসলাম (৩৯) কে ৬গ্রাম হেরোইন, মাহাবুব আলম (৩০) ও সোহেল রানা (৩২) কে ২০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ জুয়েল রানা (২৬) ও সান্টু সরদার (৩৫) কে ১২৫গ্রাম গাঁজা, টিপু সুলতান (২৫) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ রুমন (২১) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ মুকিদুল মোল্লা (৪৫) কে ৮২গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।