ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে বুধবার (২৫ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে বরেন্দ্র মহাবিদ্যালয় মিলনায়তনে প্রাক-বাজেট (২০২২-২০২৩) বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। মুল আলোচক প্রফেসর ড. আবদুল ওয়াদুদ চৌধুরী।
কর্মসূচি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাংস্কৃতিককর্মী কামার উল্লাহ সরকার, ফ,ম,আ ডা: জাহিদ সভাপতি ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, নিতাই লাল বাছার অধ্যক্ষ বরেন্দ্র মহাবিদ্যালয়, আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, রাশেদ রিপন, পরিচালক পরিবর্তন, রাজ কুমার শাও নির্বাহী পরিচালক, আসুস, আরিফুল হক কুমার সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী, রেজাউল ইসলাম ব্লাস্ট প্রতিনিধি রাজশাহী, জুলফিকার আহমদ সভাপতি উদীচি, রাজশাহী প্রমুখ।
বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন সুস্থ নারীই সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। যে সন্তান আমাদের ভবিষ্যত প্রজনম। নারীদের স্বাস্থ্যরক্ষা, পুষ্টি কর খাদ্য রক্ষায় সরকারের নারী বান্ধব বাজেট প্রয়োজন। নারী উদ্যোক্তা তৈরিতে বাজেট অর্থ বরাদ্দ তৈরি থাকতে হবে, চাকরিজীবী নারীদের সন্তান লালন পালনের জন্য ডে কেয়ার তৈরির বাজেট থাকতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ রাখতে হবে।