ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম সায়মা খাতুন (২৮)। সে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার হবু মিয়ার মেয়ে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াই টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সায়মা খাতুনকে আটক করে। এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।