ধূমকেতু প্রতিবেদক, তানোর : জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে তানোর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা ১১ টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উক্ত প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।
তানোর পৌর সবায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় আ’ লীগ নেতা আবুল বাসার সুজন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুর কারাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ।
এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মিসহ ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার ৮১ টি ওয়ার্ড যুবলীগ নেতাকর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।