ধূমকেতু প্রতিবেদক : মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২২ এ পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় থেকে সম্মাননা স্মারক পেয়েছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, রাজশাহী।
রোববার (১২ জুন) নগর ভবন সম্মাননা স্মারকটি প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম রাজশাহীর জেলা সমন্বয়ক নাকিবুল কায়েস নাকিব ও মনিটরিং কর্মকর্তা ইয়াসীর আরাফাত রাব্বী উপস্থিত ছিলেন।