ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন, চারঘাট থানা ৫ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ আম্বিয়ার রহমান (৩৫) কে ১০ গ্রাম হেরোইনসহ ও শ্রীমতি সজনী হাসদা (৩৮) কে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মোসলেম আলী (৫০) কে ৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে।
এছাড়া রাজশাহী জেলার ডিবি পুলিশ চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে খোদেজা বেগম (৪০) ও বিশো মিয়া ওরফে বিষু (৩৫) দেরকে ২০০ পিচ ইয়াবাসহ এবং মাসুদ রানা (৪৫) কে ২০০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।