ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্টিত হয়। গভনেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, ১০টি উদ্ভাবনী বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।
এর আগে স্বগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী নারি ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যাম কর্মি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক হলো পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষাসহ বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ১০টি দপ্তরের প্রধানগণ কর্মসূচি বাস্তবায়নে সমস্যা চিহ্নিত করেন এবং সেই সমস্যা সমাধানের সুপারিশ করেন।