ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) নগরীর রাস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ও মহানগরের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি এই প্রতিনিধি সভার আয়োজন করেছে।
সভার উদ্বোধক ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান ফয়সলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা।
সঞ্চালনায় ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী মহানগরের আহ্বায়ক আলিমুল হাসান সজল ও জেলার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু।