ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে গোদাগাড়ীর ৭টি ভূমিহীন সাঁওতাল পরিবার জীবন মান। নিজের একটি পাকা-পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে তাদের নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে।
সরেজমিনে উপজেলার এমনই একটি গ্রামের নাম জীওলমারী, যেখানে ৪৫টি সাওতাল পরিবারের বসবাস রয়েছে। গ্রামটি ৭ নং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামের ৬নং ওয়ার্ডে অবস্থিত। প্রত্যেকটি পরিবারেরই বসবাস সরকারের ২ নং খাসজমিতে। এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন ও আর্থিকভাবে সঙ্কটাপন্ন; প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের অভাবে সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।
এসব ঘরে বাস করা মানুষদের পরিবার প্রধানরা হলেন পাত্রাস মার্ডি, সেন্টু মার্ডি, তাহাসিন মার্ডি, সোহাগী টুডু, বিশ^নাথ হাঁসদা, ইলিয়াস সরেন ও ইসমাইল মাডি। তারা জানান, যে মানবেতর জীবনমান থেকে মুক্তি পেয়ে এখন তারা সুখ-স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাবন করছেন।
রিইব-এর মাঠ সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী বাবুল চন্দ্র জানান, যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) ২০২১ সনের মাঝামাঝি গ্রামটিতে মাধ্যমে গণগবেষণা দল গঠন করা হয়। গণগবেষণার প্রাথমিক ধাপে জনগোষ্ঠী/ এলাকার সমস্যা চিহ্নিত করার পর্বে ভূমিহীনতা ও জরাজীর্ণ বাসস্থানের বিষয়টি অন্যান্য সমস্যার সাথে ওঠে আসে। সমস্যা সমাধানের কোন উপায় কারো জানা ছিল না।
রিইব এর এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝি বলেন, নিকটস্থ তহশীল অফিস, ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিসে আপনারা যোগাযোগ করা হয় তারপর বৈঠবের সিদ্ধান্ত মতে দলীয় সদস্যরা ধাপে ধাপে অফিসগুলোতে যাতায়াত শুরু করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিস থেকে ভ‚মিহীনদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ছবি জমা দেওয়ার জন্য বলা হয়। ক’দিন পর তহশীল অফিস থেকে বলা হয় ২০/২৫ টি পরিবারের তালিকা প্রদানের জন্য। পরে তহশীল অফিস বলা হয় যে এক সাথে তো দেয়া যাবে না। অসচ্ছল ৭/৮টি পরিবারের তালিকা আলাদা করে দেন যাদের প্রয়োজন সবচেয়ে বেশী। এর পরিপ্রেক্ষিতে গণগবেষণা দল আবারো বৈঠকে বসে। তারা অনেক আলাপ-আলোচনা করে সকলের মতামত নিয়ে তালিকা চূড়ান্ত করে অফিসে জমা দেন। গত ফেব্রুয়ারী মাসে ৭টি পরিবার সরকারের দেওয়া ঘরে বসবাস শুরু করেছে। এই পরিবারগুলো এখন সরকারের দেওয়া বাড়ী পেয়ে খুব আনন্দিত। তারা রিইব-কে প্রাণ ভরে আশীর্বাদ করে। রিইব-এর কর্মীরাও তাদের আনন্দে আনন্দিত।
গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসলিমা খাতুন বলেন, দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে ৪৫ টি সাঁওতাল পরিবার বসবাস করে। এদের মধ্যে অসচ্ছল ৭টি পরিবারকে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হয়েছে। বাকি পরিবারগুলোকে পর্যাক্রমে ঘর দেয়া হবে।