ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : কেশরহাটে পৌর ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (১৯) বিকাল সাড়ে ৫ টার দিকে কেশরহাট জামে মসজিদের পূর্ব পাশে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেশরহাট ছাত্রদলের সভাপতি শফিউল আলম সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলাউদ্দিন আলো।
বিশেষ অতিথি ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুকবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, পৌর কৃষকদলেন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, কেশরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক-১ মুস্তাফিজুল রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক-২ নাজিমুজ্জামান শাফা, সদস্য আশিকুজ্জামান তুহিন, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান তুষারসহ নেতা-কর্মীরা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ সভাপতি শাফিউল ইসলাম রাসেল। দোয়া পরিচালনা করেন, কেশরহাট পৌর ছাত্রদলের সদস্য শাহাদত হোসেন সবুজ।
বক্তরা বলেন, বেগম জিয়া এ দেশে প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্বকালে দেশ সেবায় নিয়োজিত থেকে জনগণের কল্যানে কাজ করেছেন। আজ তিনি কঠিন রোগে আক্রান্ত। বেগম জিয়ার সু-চিকিৎসার জন্যে বিদেশ যাওয়া প্রয়োজন। বর্তমান সরকারের কাছে তারা এ বিষয়ে জোর দাবি জানান।