ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) সকাল ১০টায় বিএমডিএ সম্মেলন কক্ষ-২ এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ এর সভাপতিত্বে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এতে পাওয়ার পয়েন্ট স্লাইড শো উপস্থাপন করেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ইনোভেশন অফিসার ড. আবুল কাসেম।
এসময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী (চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী তরিকুল রহমান।
আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী জিল্লুল বারী, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি, উচ্চতর উপ সহকারী প্রকৌশলী হানিফ সিকদার, উচ্চতর উপ সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান সহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উচ্চতর উপ সহকারী প্রকৌশলীগণ।