ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৬৫ লিটার চোলাইমদসহ বাবা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে গ্রেপ্তারী পরোয়ার পলাতক দুই আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন ৩৫ লিটার চোলাইমদ গ্রেপ্তার বাবা মুন্ডমালা পৌর এলাকার চুনিয়া পাড়া মহল্লার জয়চাদ কর্মকারের পুত্র অমল কর্মকার (৬৫) ও তার মেয়ে ৩০ লিটার চোলাইমহসহ গ্রেপ্তার মান্ডবী কর্মকার (২৮)। এঘটনায় তানোর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী একতাপুর গ্রামের মৃত মুনসার সরকারের পুত্র আবু বক্কার (৪৫) ও ময়েনপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র তরিকুল ইসলাম (৪২)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে বাবা মেয়েকে তাদের নিজ নিজ বাড়ি থেকে চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অপর অভিযানে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী ২ জনকে রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তাকৃত ৪ জনকে বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।