ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ঈদের দ্বিতীয় দিন সোমবার উপশহরস্থ নিজ বাসভবন প্রাঙ্গনে সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র।
এদিন সকাল থেকে রাজশাহী মহানগর আওয়ামী, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেকবৃন্দ, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করতে আসেন।
এসময় সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন মেয়র।
ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, মহানগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আলী মুনমুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।