ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোর মেলা ও শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সপুরা গোরস্থানে নিম, ডুমর, জলপাই, চালতা, আমড়া আমলোকিসহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের ১০০ টি চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মেয়াজ্জেম হোসেন, সোহান রেজা, প্রভাষক, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া শিক্ষক, রূপশ্রী রানী, প্রদর্শক, পদার্থ বিজ্ঞান, ইব্রাহিম হায়দার, সভাপতি, রূপরেখা কিশোর মেলা, রাজশাহী, বাহারুল আলম সাগর সভাপতি, মুক্তিযুদ্ধ মঞ্চ, রাজশাহী মহানগর প্রমুখ।