ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর হেতেম খাঁ অস্থায়ী বড় জামে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) পবিত্র জুমা নামাজের পূর্বে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখানে পবিত্র জুমা নামাজ আদায় করেন মেয়র লিটন।
উল্লেখ্য, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর হেতেম খাঁ অস্থায়ী বড় জামে মসজিদে সিলিং ব্যবস্থা ও ১২টি এসি প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।