ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেছে বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষাপ্রতিষ্ঠানটির এমবিবিএস ৩য় বর্ষ শিক্ষার্থীদের ব্যবহারিক মাঠ প্রশিক্ষণে সহযোগিতা করায় মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করেন বারিন্দ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এনায়েত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ রায়হান মঞ্জুর, প্রভাষক ডাঃ সাবনাজ কবির, ডাঃ আসিফ আজিজি, ডাঃ আইভি মল্লিকা জুই প্রমুখ।