ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর বিএনএফ শিশু শিক্ষা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগি ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-করম) বিতরণ করা হয়।
পাশাপাশি শিশুদের অংশগ্রহণে পোস্টার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তিনি নারী ফুটবলারদের সাফল্যে গর্বিত এবং সতরকে লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহ্বান জানান। একই সাথে মাদক, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে বর্তমানে কিশোর/কিশোরিরা জড়িয়ে পড়ছে এবিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
এসময় সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান সহ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সকলে একই দাবী শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই।