ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় রাজশাহী ধর্মসভায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে আয়োজিত এই প্রার্থনা সভা পরিচালনা করেন রাজশাহী ধর্মসভার পুরোহিত সম্ভুনাথ শর্মা।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী ধর্মসভার সভাপতি ড. সুজিত সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সহ সভাপতি শংকর কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রঞ্জিত সাহা, সাংগঠনিক উজ্জল ঘোষ, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সহ সভাপতি সাধন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর।
এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদিকা বরুন শিল, দীপিকা রায়, সুব্রা চ্যাটার্জী, কল্পনা রানী, শুক্লা সরকার, দেবী সরকার, আলো সাহা, ছন্দা দাস, গায়ত্রী দাস, সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার, সোমা ভৌমিক, ময়না রানী, শিল্পী কর প্রমুখ উপস্থিত ছিলেন।