ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বঙ্গবন্ধু কলেজে স্নাতক (সম্মান) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রিসেপশন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের এ রিসেপশন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এএমএম আরিফুল হক কুমার। বিশেষ অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নাসিরুল ইসলাম, গীতা পাঠ করেন মনিষা সরকার ও বাইবেল পাঠ করেন পাইলট হেমব্রম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহীদুল ইসলাম।
ইতিহাস বিভাগের প্রভাষক হাসিবুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজের গণিত বিভাগীয় প্রধান আব্দুস সালাম, দর্শন বিভাগীয় প্রধান জাহানারা আখতার, অর্থনীতি বিভাগীয় প্রধান অসীম কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগীয় প্রধান লুৎফর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান লাইলুন নাহার, বাংলা বিভাগীয় প্রধান জোহুরা খাতুন, সমাজকর্ম বিভাগীয় প্রধান আব্দুল্লাহ হেল কাফি।
আরও উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান ওয়াহিদা সুলতানা, ইংরেজি বিভাগীয় প্রধান বেগম নাজমুন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ইকবাল হোসেনসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।