ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী রেশম কারখানার ম্যানেজার নিয়াজ আহম্মেদের অবসর জনিত বিদায় উপলক্ষে নিজ উদ্যোগে একটি বিরল প্রজাতির কাজুবাদাম গাছ রোপন করেন স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোর মেলার সভাপতি বৃক্ষ প্রেমিক ইব্রাহিম হায়দার।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে নগরীর শিরোইলস্থ রাজশাহী রেশম কারখানার ভেতরে এই বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেশম কারখানার ম্যানেজার নিয়াজ আহম্মেদ, উপ-পরিচালক মাসুদ রেজা।
আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক, পি-৩ ফরহাদ হোসেন, বিক্রয় ও সেলস্ ম্যানেজার সালাম মোল্লা, সমাজসেবক কামরুজ্জামান টুটুল, ইমরান হোসেন লিখন প্রমুখ।