কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সদস্যের নির্বাচন

ভোট নির্বাচন ব্যালট

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘায় কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, বিদ্যালয় শাখায় ২ জন-মারুফ হাসান মোল্লা (১৩২ ভোট), ও হামিদুল ইসলাম (১১৬ ভোট)।

প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থী ছিলেন, আলী আজম (৪৭ ভোট) ও আনিছুর রহমান (৩৭ ভোট)। কলেজ শাখায় নির্বাচিত হয়েছেন ২ জন।

এরা হলেন, জাহাঙ্গীর শেখ (৯৪ ভোট) ও মারুফ হোসেন মোল্লা (৫৪ ভোট)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম (৪৮ ভোট)।

একই দিন অনুষ্ঠিত নির্বাচনে কলেজ শাখায় শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন প্রভাষক আমিরুল ইসলাম (১৬ ভোট)। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন প্রভাষক সেলিম রেজা (৯ ভোট)। বিদ্যালয় শাখায় মনোনয়ন উত্তোলন করেছিলেন ১জন। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ পদে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত শিক্ষার্থী অভিভাবক ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার মাহমুদুর রহমান খান ফলাফল ঘোষনা করেন।

এদিকে, ফলাফল ঘোষনার পর বিজয় উল্লাসে মেতে উঠেনঅভিভাবক সদস্য পদে নির্বাচিত সদস্য ও তার কর্মী সমর্থকরা। নির্বাচনে অংশগ্রহণকারি প্রতিদ্বন্দ্বি প্রার্থী-সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। ৪ হাজার টাকা জমানত দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, ১৬জন। এর মধ্যে প্রত্যাহার করেছে ৩জন আর বাছাইয়ে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ১২ জনের মধ্যে ৩টি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ওই পদে নির্বাচন হয়নি। বিদ্যালয় শাখায় ২টি অভিভাবক সদস্য পদের বিপরিতে ৪ জন, কলেজ শাখায় ২টি অভিভাবক সদস্য পদের বিপরিতে ৩ জন ও কলেজ শাখায় ১জন শিক্ষক প্রতিনিধি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ২জন। নির্বাচনে অংশ নিয়েছিলেন সর্বমোট ৯জন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৭৪। এর মধ্যে বিদ্যালয় শাখায় ২১৭ ও কলেজ শাখায় ১৫৭।

Scroll to Top