ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্যানেল পরিচিতি ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, হাতেম আলী, সিরাজ উদ্দিনসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
ইমারত শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, ভোটের তফশিল দিলে স্ব-স্ব পদে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায়, সভাপতি নির্বাচিত হন আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জুয়েল, সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুর রশিদ, কোষাধ্যক্ষ সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক ওয়ারেস মিস্ত্রি, কার্যকারি সদস্য রবিউল ইসলাম।