শিশুদের হাতে মোবাইল নয় বই দিন : ডাবলু সরকার

ধূমকেতু প্রতিবেদক : শিশু-সন্তানদের হাতে মোবাইল নয় বই তুলে দিতে অভিভাবকদের পরামর্শ দিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১২ টার দিকে নগরীর বর্ণালী এলাকাস্থ পদ্মা স্কুল এন্ড কলেজে পদ্মা ল্যাংগুয়েজ ক্লাব আয়োজিত শিক্ষার্থী সাহিত্য মেলার উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।

তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির দাপটে একবিংশ শতাব্দীর জয়জয়কার চলছে গোটা দুনিয়ায়। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ব্যাপক বিস্তার ও ঘরে ঘরে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা এসেছে। এখন যেন সমস্ত পৃথিবী ঝুঁকে পড়েছে মোবাইল নামক ছোট্ট একটি ডিভাইসে। এর প্রভাব থেকে বাদ পড়েনি কোমলমতি শিশু-কিশোররা। শিশুদের দিনের অধিকাংশ সময় দখল করে নিয়েছে স্মার্টফোন। প্রযুক্তির নেশায় হারিয়ে যাচ্ছে তাদের শৈশব-কৈশোর। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে মগ্ন থাকছেন তারা। বাইরের জগৎ নিয়ে যেন তাদের কোনও হুঁশই নেই। নেই খেলাধুলায় মন। খেলার মাঠে যাওয়ার বদলে সারা দিন ব্যস্ত থাকে স্মার্টফোন নিয়ে। যার ফলে তারা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। শিশুর এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করতে অভিভাবকদের সোচ্চার হতে হবে।

ডাবলু সরকার আরও বলেন, এক্ষেত্রে বই হয়ে উঠতে পারে অন্যতম হাতিয়ার। শিশুকে যখন থেকে স্কুলে ভর্তি করবেন ঠিক তখন থেকেই শিশুকে মোবাইলের বদলে বই পড়া বা খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদেরও উচিত শিশুর সামনে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এতে শিশুর সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। কারণ আপনাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে। এই ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তাদের হাতে মোবাইল নয় বরং বই দিয়ে তাদের প্রতিভার প্রস্ফুটন ঘটাতে হবে।

এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান কোমলমতি শিক্ষার্থী। পরে বিভিন্ন প্রতিযোগীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পদ্মা স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোসাওয়ার হোসেন এডু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

Scroll to Top