রাজশাহী মোটর গাড়ী পেইন্টিং শিল্পী সমিতির কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মোটর গাড়ী পেইন্টিং শিল্পী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে নিজস্ব কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
সভায় ১৫৪ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সুজন (গুরু) কে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মিলন, সহকারী কোষাধ্যক্ষ সাদেকুল, দপ্তর সম্পাদক ফাইসাল আলী, সহকারী দপ্তর সম্পাদক সুজন, প্রচার সম্পাদক শাহ হোসেন নাইট, সহকারী প্রচার সম্পাদক বাবলু, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও রাসেল (ডাবলু)।