রুয়েটে ২০২২-২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে আয়কর আইনে আনীত পরিবর্তন, আয়কর রিটার্ন দাখিল, উৎসে আয়কর কর্তন বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সাথে কর-অঞ্চল, রাজশাহী-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় রুয়েটের প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ড. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান, উপ-কর কমিশনার রাশেদুল হাসান, উপ-কর কমিশনার আলাউদ্দীন আহমেদ, রুয়েটের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডীন, দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

Scroll to Top