মোহনপুরের কৃষ্ণপুরে আখ ছাড়া গুড় তৈরি সংবাদের প্রতিবাদ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা সোমবার ২৪ অক্টোবর, ২০২২ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম নিউজ ও দৈনিক বাংলার সকাল এ প্রকাশিত নিউজে মোহনপুরের কৃষ্ণপুরে আখ ছাড়া গুড় তৈরি সংবাদটি প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ধোপাঘাটা বাজারে হার্ডওয়ারের পরিচালক কাজী রিপন ও আশরাফুল ইসলাম।
কাজী রিপন বলেন, আমি মোহনপুর উপজেলা যুবলীগের সদস্য। দীর্ঘদিন যাবত ধোপাঘাটা বাজারে হার্ডওয়ারের ব্যবসা ও পুকুরে মাছ চাষ করে আসছি এবং সমাজসেবামূলক কাজ করে থাকি।
আশরাফুল ইসলাম বলেন, আমি বাকশিমইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গত ইউপি নির্বাচনে সাধারণ সদস্য হিসেবে প্রার্থী ছিলাম। এছাড়াও দীর্ঘদিন যাবত পুকুরে মাছ চাষ ও কৃষি কাজ করে আসছি। আমি ও কাজী রিপন দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরিত হয়ে আওয়ামী লীগের দল করে আসছি এবং নৌকা প্রতিকে ভোট দেয়। দলের নাম ভাঙ্গিয়ে আমরা কোন অনৈতিক কাজে জড়িত না।
তিনি আরও বলেন, গত ২৪ অক্টোবর বিভিন্ন নিউজ পোর্টালে ও পত্রিকায় আমাদেরকে একটি পক্ষ সমাজে হেও প্রতিপন্ন করার জন্য মোহনপুরের কৃষ্ণপুরে আখ ছাড়া গুড় তৈরি করা মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদটি প্রকাশিত করেছেন। গুড়ের ব্যবসার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।