ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে এই অভিযানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
উদ্বোধনকালে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদসমূহে বার্তা প্রেরণ করা হচ্ছে। ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ অনুরোধ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শিরোইল কলোনী বড় জামে মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মঈনুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড সচিব নূরুল ইসলাম ফয়সাল,আলহাজ্ব আলিমুউদ্দিন শেখ, নকিব উদ্দিন, এহসান উদ্দিন বাদশা, মেরাজ, আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।