ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে শেখ হায়াত আলী সুপার মার্কেট।
সোমবার (২৪ অক্টোবর) শেখ হায়াত আলী পরিবারের তত্ত্বাবধানে, বাঘা বাজার (পশ্চিমে) সংলগ্ন সাড়ে ৫বিঘা জমিতে নির্মিত এই মার্কেটের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে নির্মিত এ মার্কেট উদ্বোধন করা হয়। সেখানে বিভিন্ন পণ্যর ৯০টি দোকান রয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রভাষক আব্দুল হানিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা বাজার কমিটির সভাপতি সহিদুল মন্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।
আরও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদ্যেশ লিঃ এর বাঘা শাখার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, বাজার কমিটির উপদেষ্টা ও বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, কাউন্সিলর মোশরফ হোসেন, ব্যবসায়ী সহিদুল ইসলাম, মাজার মসজিদের ইমাম মহসীন আলী, হায়াত আলীর পরিবারের সদস্য পলাশ উদ্দীন।
মোনাজাত পরিচালনা করেন, বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতিআশরাফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সুধী ও ব্যবসায়ীগণ।