দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার উন্নতিকল্পে দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার উন্নতিকল্পে সিরাতুন নবী (সঃ) ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর উপশহরের ২নং সেক্টর ৫৯ নং বাসায় অবস্থিত মাদ্রাসার সামনে মাঠে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বাইতুস সালাম উপশহর বড় মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আইউব আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মাদ্রাসার কেরাত ও হামদ নাত প্রশিক্ষক এবং বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট ক্বারী ও শিল্পী মানোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।
ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁর হাফেজ মাওঃ মামুন বিন কামাল হোসাইন, মাওঃ নুরুল ইসলাম জিহাদী।