ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) রাত ৭ টায় নগরীর বোয়ালিয়া থানা মোড়স্থ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহাতাব আলী ও সাধারণ সম্পাদক এস.এম আরিফ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি রেজাউল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ বাবলুসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।