ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষীপুর মোড়ে তার স্মৃতির প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শাহরিয়ার রহমান সন্দেশ।
আরও উপস্থিত ছিলেন, অ্যাড. আবু রায়হান মাসুদ, আলী আজম সেন্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন রুবেলসহ সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।