ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর হিসাব বিজ্ঞান বিভাগের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় ‘হিসাবের আড্ডা’ এর সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়াজউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কামরুজ্জামান (নবনির্বাচিত অধ্যক্ষ)।
বিশেষ অতিথি ছিলেন, শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী।
সভা সঞ্চালন করেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রেজাউল করিম।
স্নাতক ( সম্মান) কোর্সের এই ‘হিসাবের আড্ডা’ শিরোনামে হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করে তাদের শিক্ষা সম্পর্কিত বিষয়ে নিজেদের অনুভুতির কথা ব্যক্ত করে।
সম্মানিত অতিথিবৃন্দ বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং জীবনমুখী শিক্ষা অর্জনের উপর আলোচনা করেন।
এসময় হিসাব বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন, দিল আফরোজা খাতুন, শফিউর রহমান, শরিফুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ।