ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার – লফস এর ব্যবস্থাপনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে রাজশাহী জেলার সহযোগি সংস্থার প্রতিনিধিদের নিয়ে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, লফস এর সহ সভপাতি আজিজুর রহমান, আইন সম্পাদক শাহিনুন হক মুন, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, বিএনএফ এর সহযোগি সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন।
আরও উপস্থিত ছিলেন, তৌফিকুল ইসলাম ও লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রি মিসেস সুফিয়া ইসলাম সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, সুপারভাইজার টুম্পা পাল।
দিবসটি উপলক্ষে লফস এর পক্ষ থেকেও পৃথক ভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানা হয়।