ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সজ্ঞালনা করেন সাধারণ সম্পাদক সামাদ খান।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক সোহাগ আলী, কোষাধ্যক্ষ মিলন শেখ, নির্বাহী সদস্য ফরিদ আক্তার পরাগ, কবির তুহিন ও সোহরাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য সামিউল ইসলাম শামিম, আজম খান, কবিল হোসেন, শহিন, গুলবার আলী জুয়েল, মোখলেসুর রহমান মুকুল, রাশেদুর রহমান রাশেল, আলী এহসান তুহিন।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচন নির্ধারণ করা হয়।