ধূমকেতু প্রতিবেদক : পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) কে ২৪তম বিসিএস অল ক্যাডার, রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সভায় উপস্থিত ছিলেন, ২৪তম বিসিএস (সাঃ শিক্ষা) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নিশান, তানভীর, রাজশাহী জেলার সভাপতি এ.কে.এম ফজলে রাব্বী, মিজানুর রহমান, আব্দুর রহিম, ফাহমিদা ফারহানা মলি, নাহিদা আফরোজ, জান্নাতুল ফেরদৌস, জামিলা খাতুন লাকী, ডাঃ সাথি, ডাঃ তালেব, ডাঃ আকতার, ডাঃ সুমন, ডাঃ অশোক, কৃষিবিদ ড. নুরুল ইসলাম সহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
আরও বক্তব্য রাখেন, এ.কে.এম ফজলে রাব্বী, ড. নাহিদা আফরোজ, মিজানুর রহমান, ডাঃ সাথিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ২৪তম বিসিএস, রাজশাহী অঞ্চলের উপস্থিত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় ছাড়াও সকল ক্যাডারের একটি আহŸায়ক কমিটি গঠনের জন্য প্রস্তাব গ্রহণ করা হয় এবং প্রাণঘাতি করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশ তথা বিশে^র সকলের কল্যাণ কামনা করা হয়।