ধূমকেতু প্রতিবেদক : বিএনপি জাতীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর এর অত্যন্ত প্রাণপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য শনিবার দিবাগত রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এখন আইসিইউ-তে আছেন। মিলন তাঁর সুস্থ্যতার জন্য আত্মীয়স্বজন ও দলমত নির্বিশেষে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
শনিবার রাতে তাঁকে ঢাকা পাঠানোর সময় বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীর ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হালকা জ্বর ও শরীর ব্যাথা অনুভব করায় তিনি করোনার পরীক্ষা করান। ১২ নভেম্বর বৃহস্পতিবার তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রাথমিক পর্যায়ে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা একটু খারাপ হলে পরিবারের পক্ষ থেকে তাঁকে রাজশাহী সিডিএম হাসাপাতালে ভর্তি করেন। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসায় তাঁর অবস্থার উন্নতি না হলে শনিবার রাতে মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।