ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে নানার কাছে থেকে টাকা চেয়ে না পাওয়ায় এক মাদকসেবি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রোববার (৮ জানুয়ারী) সকালে পৌর এলাকার সেন্দুকায় গ্রামে।
জানা গেছে, ওই যুবকের নাম ইমন (২৮)। সে তানোর পৌর এলাকার ৪নং ওয়ার্ড সেন্দুকায় গ্রামের মৃত ইনছান আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমনের বাড়ি তানোর পৌর এলাকার সেন্দুকায় গ্রামে হলেও সে নানার বাড়ি তালন্দ ইউনিয়ন(ইউপি)’র নারায়নপুর গ্রামে থাকতেন। এতে করে এলাকার কিছু বখাটে মাদকসেবি যুবকের সাথে চলাফেরা করতে গিয়ে মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন ইমন। আর সেই মাদক সেবনের জন্য সকালে নানার কাছে থেকে কিছু টাকা চান ইমন। কিন্তু নানা টাকা দিতে না চাইলে ইমন ব্যাপক ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের লাশ সেন্দুকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে কেউ বাদী হয়ে অভিযোগ করলে লাশ পোস্টমর্টেম করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।