ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিলসহ জিয়া হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চন্ডিপুর তিনখুটি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, জিয়া হোসেন সোমবার রাতে ওই ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে নাটোর জেলার লালপুরে দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর তিনখুটি নামক এলাকায় পথরোধ করে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে আরও ৫টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।