ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও “বন্ধুঃ কাউন্সেলিং আ্যান্ড সাইকো সোশ্যাল রিসার্চ সেন্টার (বিসিপিআরসি)” এর সহযোগিতায় হত দরিদ্র ৫০ জন নারী ও শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বুধবার (১১ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে ঘোড়ামারাস্থ লফস’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাক রাজশাহী জোনের সম্বনয়কারী মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
প্রধান অতিথি দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান এবং হত দরিদ্র নারী ও শিশু সদস্যদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী লফসের সভাপতি শামীম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পালসহ ৫০ জন সুবিধা বঞ্চিত নারী ও শিশু সদস্য প্রমুখ।