ধূমকেতু প্রতিবেদক, তানোর : শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে রাজশাহীর তানোরে প্রধান শিক্ষক ফোরামের আলোচনা সভা ও নব নির্মিত স্কুল ভবন পরিদর্শন করেছেন সংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
রোববার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার পাচন্দর ইউনিয়ন (ইউপির) ইলামদহী বালিকা বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভা ও ওই জাইকার অর্থায়নে নতুন ভবন পরিদর্শন করা হয়।
এতে ফোরামের নেতা চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, চান্দুড়িয়া আবু বকর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুখলেসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, চাদপুর স্কুলের প্রধান শিক্ষক আবু হেনা, ইলামদহী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।