ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনি পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব সুলতানের উদ্যোগে কিশোরদের উৎসাহিত করতে ৪০ দিন ব্যাপি পাচ ওয়াক্ত জামাতের সাথে নামায আদায় প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৩ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ আসর অত্র এলাকায় আলহাজ্ব সুলতানের সভাপতিত্বে উজ্জ্বল নেওয়াজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এসময় উপস্থিত ছিলেন, বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের ঈমাম মুফতি মুজাহিদুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, আলহাজ্ব মোশাররফ হোসেন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন প্রমুখ।
কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, এই রকম মহতি উদ্যোগ আমাদের সমাজকে কুলষিত হওয়ার পথ থেকে দূরে রাখবে, তরুন যুবক রা অসৎপথ পরিহার করে নামাযের দিকে ধাবিত হবে, এছাড়াও মাদক মুক্ত ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে ১৩ জন কিশোরকে জামাতের সাথে ৪০ দিন নামায আদায়ের জন্য নতুন বাইসাইকেল ও অন্যান্য নামাযে অংশগ্রহণকারী কিশোরদের মাঝে স্কুল ব্যাগ ও জায়নামায, টুপি বিতরণ করা হয়।