ধূমকেতু প্রতিবেদক : তোমার সর্বশেষ প্রস্তুতিটা হোক দেশসেরা শিক্ষকদের সম্বন্বয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের গ্র্যান্ড ওরিয়েন্টেশনের আয়োজন করেন ইন্টারপ্লাস কোচিং সেন্টার।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজশাহীর সিএন্ডবি মোড়ে অবস্থিত শহীদ কামারুজ্জামান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের ফুলেল শুভেচছা জানান তারা।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক তুষার খান বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে দিতে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারপ্লাসের বাংলা বিভাগের প্রধান, ধ্রুব ও অন্বেষণ এর লেখক শাহরিয়ার ফিরোজ শাওন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান রাজিব আহমেদ, আইকন প্লাসের সম্বন্বয়ক আজিজ খান রাজ, জীববিজ্ঞানের প্রশিক্ষক গোলাম মুর্তুজা বাধন।
আরও উপস্থিত ছিলেন ইন্টারপ্লাসের পরিচালক মনিরুজ্জামান সরকার তুষার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইকন প্লাসের প্রতিষ্ঠাতা পরিচালক শাওন রহমান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করেন তারা।