ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় রামেক হাসপাতালে তাদের দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তাদের শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র লিটন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজবুল ইসলাম, রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ সভাপতি এস এম আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।