ধূমকেতু প্রতিবেদক : উৎসবমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর উদ্যোগে চতুর্থ বার্ষিক মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে জিয়া শিশু পার্কে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান এমপি, চাঁপাই নবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, রাজশাহী মহানর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
দিনব্যাপী মিলনমেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আলীসহ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।