ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে এ বীর নিবাস বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন, তানোর পৌর এলাকার কালীগঞ্জ বর্ষ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার স্ত্রী ও আকবর আলীসহ মোট ছয়জনকে এ বীর নিবাস বাড়ির চাবি তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।