ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় পিএফজি’র আয়োজনে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা হতে দুপুর ১ পর্যন্ত খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কে নিয়ে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই, এই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আসাদ আলী। সঞ্চালনায় ছিলেন, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল কো-অডিনেটর মিজানুর রহমান, ধূরইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী, জাতীয় পাটির নেতা আজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন প্রমুখ।