ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী এ্যাডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নগরীর একটি রেস্তোরার কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এ বছরটি নির্বাচনের বছর। এবারে রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনও গুরুত্বপূর্ণ। সকলে ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. মঞ্জুর জামান মুকুল, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহিম-শাহজাহান প্যানেলের সহ সভাপতি প্রার্থী আকতারুল আলম বাবু, শফিকুল ইসলাম রেন্টু, কে.এম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী মিজানুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) প্রার্থী আহসান হাবিব রঞ্জু, হিসাব সম্পাদক প্রার্থী জাকির হোসেন (১), সম্পাদক লাইব্রেরী প্রার্থী রকিবুল হাসান রোকন, অডিট সম্পাদক প্রার্থী মাসুদ রানা (১)
আরও উপস্থিত ছিলেন, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন প্রার্থী সোয়েবুল আলম রাতুল, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার প্রার্থী মাহবুবুর রহমান সোয়েল, সদস্য প্রার্থী এস,এম, ফয়সাল আহসান, সুনির্মল সরকার পান্না, সাহাবুর রহমান, জিয়াউর রহমান, সুমা খাতুন, দেলোয়ার হোসেন মোস্তফা, সাদেক মিয়া, মতিউর রহমান মিলন, মামুন অর রশিদ বাবুসহ আইনজীবীবৃন্দ।