ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৩’ উদযাপন অনুষ্ঠিত।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বসন্তের সাজে বর্ণিল আয়োজনে তোরণ, ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন হাতে সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও সম্মানিত অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল জেলা কালেক্টরেট মাঠ।
আয়োজনটি ছিল ৩টি পর্বে বিভক্ত। দিবসের শুরুতেই অতিথি অভ্যর্থনা, ব্যাজ পরিয়ে অতিথিবৃন্দের বরণ, সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা, ড্রামের তালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মান্নান খান সম্মানিত অতিথিবৃন্দের নিয়ে অনুষ্ঠানটির উদ্বোধনের মধ্য প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর মশাল প্রজ্জ্বলন করে মার্চ ফাস্ট শেষে দেশের ভাষা, সংস্কৃতি ও গৌরবময় মুক্তিযুদ্ধ ও জাতীয় অর্জনকে ধারণ করে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বিসিএসআইআর এর আয়োজনে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও সাইন্স কার্ণিভাল বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
সম্মানিত অতিথিবৃন্দের বর্শা নিক্ষেপ করার মাধ্যমে খেলাধুলা চূড়ান্ত পর্বের সূচনা করা হয়। উল্লেখ্য যে, ইতোপূর্বে প্লে-গ্রুপ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট অনুশীলনের মাধ্যমে সফল পরিসমাপ্তি ঘটেছিল।
এবারের বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৩ একটি ভিন্ন মাত্রার আঙ্গিকে সাজানো হয়েছিল। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ড্রোন দিয়ে ভিডিও প্রদর্শনী, অত্যাধুনিক ক্যামেরার ব্যবহার, প্রতিষ্ঠানের দক্ষ ক্রীড়া শিক্ষক ও প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষক ও আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছিল।

প্লে-গ্রুপ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয়গুলো ছিল : বল কুড়িয়ে দৌড়, বিভিন্ন ইভেন্টের দৌড় (৩০মি,৫০মি,৬০মি,২০০মি ও ৩০০মি রিলে দৌড়), মেয়েদের স্কিপিং, ছেলেদের মোরগ লড়াই, উচ্চ লম্ফ, বর্শা ও লৌহ গোলক নিক্ষেপ, সম্মানিত পুরুষ অভিভাবকদের বস্তা দৌড় এবং মহিলাদের মার্বেল মুখে ভারসাম্য দৌড় এবং খেলাধুলার সর্বশেষ আকর্ষণ হিসেবে ছিল ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো পরিবেশনা। তৃতীয় পর্বে ছিল অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এম.এ মান্নান খানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সম্মানিত অতিথিবৃন্দের অনুভূতি প্রকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) রাজশাহী।
সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর। তিনি বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে শুরু হয়েছে এবং সফল হয়েছে। তিনি বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ব্যর্থদের আগামীতে জয়ের জন্য অনুপ্রাণিত করেন। সেই সাথে শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি ছিলেন, মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। শুরুতেই তিনি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। অতঃপর শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী অর্জনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের প্রেসিডেন্ট রইস উদ্দিন বাবু। তিনি সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু লেখাপড়ায় নয় এর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে তাঁর অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আয়োজক ছিলেন ও মূল প্রবন্ধ উত্থাপন করেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেলা ধুলার প্রতি বিশেষ আকর্ষণ ও তাঁর দর্শনের কথা ব্যক্ত করে বলেন, তাঁর দর্শন ছিল বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এক্ষেত্রে তিনি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন এবং বাংলা ভাষার যথাযথ মর্যাদার কথা বলেছেন।
তিনি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একটি বার্তা তুলে ধরে বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং নৈতিক মূল্যবোধের অনুশীলন অব্যহত রাখবে। তিনি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া তিনি কবিতার ছন্দে, কাব্যে, সাহিত্যের ছোঁয়ায় সবাইকে অভিনন্দন জানিয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি, এম.এ.মান্নান খান, চেয়ারম্যান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য উপস্থাপন করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলার অনস্বীকার্য ও প্রয়োজনীয় দিকটি তুলে ধরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানী, উপশহর শাখার ব্যবস্থাপক তুহিনা পারভীন ইলা, উপর ভদ্রা শাখার ব্যবস্থাপক ফাতেমা জোহরা দোলনসহ অতিথিবৃন্দ।
পরিশেষে মোট ১১টি ইভেন্টের ১৯৫ জন বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক, সম্মানিত অতিথি, স্টাফ ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, পুরো এই ইভেন্টের ইভেন চেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র মনিটরিং অফিসার শাহেদ সালেকীন সুমন ।


